Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাথে দেখা করেছেন পরিবারের ৫ সদস্য

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের ৫জন সদস্য। গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫ টা ৫০ মিনিট পর্যন্ত তারা নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে অবস্থান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় গতকাল বিকেল ৪টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়ার পরিবারের ৫ সদস্য তার সাথে দেখা করার জন্য নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এই ৫জন হলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাজিতা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন। তারা প্রায় দেড় ঘণ্টা পর খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে কারাগার থেকে বের হয়ে আসেন। তবে পরিবারের কোন সদস্যই খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে কোন কথা বলেননি। গত কয়েকদিন ধরেই বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার রাজনীতি করছে। খালেদা জিয়া অসুস্থ্য থাকলেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি পরিবারের কোন সদস্য, দলের সিনিয়র নেতা, আইনজীবী এবং ব্যক্তিগত চিকিৎসকদেরকেও সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে আসছে বিএনপি। দলের নেতারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ারও দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে গতকাল খালেদা জিয়ার সাথে দেখা করেন তার পরিবারের ৫জন সদস্য।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ