Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্হিগমন নিয়োগানুমতি’র ফাইলে নিয়ে কাড়াকাড়ি

প্রবাসী মন্ত্রী’র অনুমতির পরেও ফাইলে বাধা!

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএমইটি’র বর্হিগমন নিয়োগানুমতির’ ফাইল নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের কাড়াকাড়ি শুরু হয়েছে। সউদী আরব গমনেচ্ছু ১শ’৬৬ জন কর্মী’র বর্হিগমন ছাড়পত্র দ্রæত দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত ১২ এপ্রিল বন ভয়েজ ট্রাভেলস এন্ড ওভারসীজ প্রা: লি: (৫০৯) ফাইলে নিয়োগানুমতি দেন। কিন্ত একটি চিহ্নিত স্বার্থান্বেষী চক্র জন প্রতি ৮ হাজার টাকা করে ঘুষ দাবী করে বন ভয়েজ ট্রাভেলস এন্ড ওভারসীজের এমডি কামরুল হাসানকে বিএমইটি’র পরিচালক (বর্হিগমন) ডি এম আতিকুর রহমানের কাছ থেকে পরিস্কার পত্র সার্টিফিকেট (ক্লিয়ারেন্স) নিতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গতকাল প্রায় দু’ঘন্টা আতিকুর রহমানের রুমে বসে এ নিয়ে চক্রের একজন সক্রিয় সদস্য দেন-দরবার করেছে। এতে উপস্থিত লোকজন হতবাক হন। এতে সউদী গমনেচ্ছু ১শ’৬৬ জন কর্মী’র বর্হিগমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম অহেতুক বিলম্ব হচ্ছে। বকশিস ছাড়া বর্হিগমন ছাড়পত্র দ্রæত ইস্যু হচ্ছে না বলেও একটি অসমর্থিত সূত্র জানায়। প্রবাসী মন্ত্রী’র দেয়া নিয়োগানুমতির ফাইল হাতে পেয়েও বন ভয়েজ ট্রাভেলস এন্ড ওভারসীজের এমডি কামরুল হাসান ভয়ে বিএমইটিতে যাচ্ছে না।
বর্হিগমন শাখার পরিচালক আতিকুর রহমান গতকাল এ সর্ম্পকে এক প্রশ্নের জবাবে বলেন, বর্হিগমন ছাড়পত্র নিতে কোনো ঘুষের জন্য বন ভয়েজ ট্রাভেলসের ফাইল আটকে রাখা হয়নি। তাদের চাহিদপত্র নেই বলেও তিনি দাবী করেন। চক্রের সাথে জড়িত এক ব্যক্তি উল্লেখিত এজেন্সি’র নিয়োগানুমতি’র ফাইল নিয়ে ঘুষের জন্য চাপ সৃষ্টি করেনি বলেও আতিকুল দাবী করেন। এ ব্যাপারে উল্লেখিত ব্যক্তি’র মোবাইলে কয়েক দফা যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। বন ভয়েজ ট্রাভেলসের এমডি কামরুল হাসান রাতে এক প্রশ্নের জবাবে স্বার্থান্বেষী চক্রের উল্লেখিত ব্যক্তির কাছ থেকে অনেক সহযোগিতা পান বলে উল্লেখ করে ঘুষ প্রসঙ্গে বলেন, টেবিলে টেবিলে কিছু লাগে তা’ বলা যাবে না তবে সুসর্ম্পক রেখেই বর্হিগমন ছাড়পত্র নিতে হবে। স্বার্থান্বেষী চক্রের ঐ ব্যক্তি তার কাছে কোনো ঘুষের দাবী করেনি বলেও কামরুল হাসান উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ