পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত ২৩ এপ্রিল বাংলাদেশ তেল, গ্যাস ট্যারিফ ও প্রান্তিক সুবিধাদী পূণঃ নির্ধারণ সংগ্রাম পরিষদের আহŸায়ক মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব লিয়াকত আলীর সঞ্চালনায় তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কার্যালয়ে পেট্রোবাংলার অধিনস্থ ১৩টি কোম্পানীর রেজিস্টার্ড ইউনিয়ন সমূহের সিবিএ এবং ননসিবিএ নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কোম্পানী বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জিটিসিএল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বিজিএমসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি এস এম তৌফিক বেলাল বলেন, গত পাঁচ বছরের লভ্যাংশের ৫% টাকা কর্মচারীদের কাছ থেকে যেন কর্তন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। কারণ শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীরা একবার কোনো সুবিধা প্রাপ্য হলে, সেই প্রাপ্য কর্তন করার কোন সুযোগ নেই। তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ পেট্রোবংলা কর্তৃক জ্বালানী ও গ্যাস সেক্টরের কোম্পানীগুলির ওপর শ্রম আইন বহির্ভুত অবাস্তব কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দেন। সভায় নেতৃবৃন্দ জ্বালানী ও গ্যাস সেক্টরকে ধ্বংসের কালো হাত থেকে যে কোন মূল্যে রক্ষা ও অটুট ঐক্য বজায় রাখার অঙ্গীকারব্যক্ত করেন। সভায় প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি মো: কাজিম উদ্দিন কর্মচারীদের ন্যায্য দাবী, অতিরিক্ত কাজের হার হ্রাস, কোম্পানীর লভ্যাংশ ৫% কর্তন যে কোন মূল্যে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন। - বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।