Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে মাদক ব্যবসায়ির গ্রেফতার দাবিতে থানার সামনে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামের কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দাবিতে এলাকাবাসী থানার সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করেছে। গতকাল সোমবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, মোল্লারচর গ্রামের আছমত আলীর ২ ছেলে যথাক্রমে রমু ও ছালাম ৪-৫ বছর ধরে এলাকায় প্রকাশ্যে ইয়াবার পাইকারী ব্যবসা করে যাচ্ছে। তারা এলাকায় ১০-১২ জন বিক্রেতার মাধ্যমে এ জঘন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। এলাকার সচেতন মহল বহুবার বাধা দিলেও তারা ওই ব্যবসা থেকে বিরত না থেকে বরং বাধাদান কারীদেরকে মিথ্যা মামলায় পুলিশে ধরিয়ে দেয়ার হুমকী প্রদর্শণ করে। তাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা থানা পুলিশ এবং গোপালদী ফাঁড়ি পুলিশ ম্যানেজ করেই এ ব্যবসা করে থাকে।
এই ঘটনায় গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সকল মুসল্লীরা একত্রিত হয়ে রমু ও ছালামের বসত ঘর ভেঙে দেয় এবং তাদের অপর ৩ ভাইয়ের দোকানে তালা লাগিয়ে দেয়। ফলে রমু ও ছালাম ক্ষিপ্ত হয়ে মুসল্লীদেরকে গালিগালাজ করে এবং মামলা দিয়ে সবাইকে দেখে নিবে বলে হুমকী দেয়। এতে এলাকাবাসি আরো চটে যায়। গতকাল সোমবার সকাল ১১টায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, আঃ হান্নান ভূঁইয়া, আক্তার হোসেনÑএদের নেতৃত্বে প্রায় শতাধিক লোক ইয়াবা ব্যবসায়ী রমু ও ছালামকে গ্রেফতারের দাবীতে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় আওয়ামীলীগ নেতা আঃ হান্নান ভূঁইয়া সাংবাদিকদেরকে জানান, কুখ্যাত রমু ও তার ভাই ছালাম পুলিশের দোহাই দেয় দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করে জেলে না পাঠালে জনগণ আরো ক্ষিপ্ত হয়ে যে কোন ধরণের অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এ সময় থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম উক্ত দুই মাদক ব্যবসায়ী সহ জড়িত সবাইকে গ্রেফতারের আশা¦াস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তিনি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ