পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন জোটের দুইটি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ শিশুসহ অন্তত ৪৬ জন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত রোববার হাজ্জাহ বানি কায়েস জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সামাজিক মাধ্যমে পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, আহত এক শিশু তার বাবার মরদেহ আঁকড়ে ধরে আছে। কোনোভাবেই ছাড়তে চাইছে না তাকে।
সউদী নেতৃত্বাধীন জোট জানায়, তারা এই ঘটনা তদন্ত করে দেখবে। এক মুখপাত্র জানান, ‘আমরা এই অভিযোগ খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা এর সুষ্ঠু তদন্ত করবো।’
এর আগে গত রোববারও তাযেজ প্রদেশে একটি গাড়িতে হামলায় ২০ জন নিহত হয়েছিলেন। ২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সউদী আরবের নেতৃত্বাধীন জোট। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। গৃহহীন হয়েছেন কয়েক লাখ। ভয়াবহ বিমান হামলার তাÐবে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।