Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী যে জনমত সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে জোরদার আন্দোলনের মাধ্যমে ভোটার বিহীন নির্বাচনের নীল নকশা প্রতিহত করতে হবে। খালেদা জিয়াকে জেলে রেখে একতরফা নির্বাচনের যে চক্রান্ত চলছে তীব্র গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। গতকাল (রোববার) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৩নং মিলনায়তনে জেলা আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এই আইনজীবী সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, বিচার বিভাগ সংবিধানের রক্ষক। জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের কোন বিকল্প নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে রাজনৈতিক নিপীড়ন, গুম খুনসহ সকল অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। আওয়ামী লীগ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে আদালতের স্বাধীনতা খর্ব করেছে। প্রবীন আইনজীবী ও ঐক্য পরিষদ নেতা মকবুল কাদের চৌধুরী সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ আইনজীবী কবির চৌধুরী, বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদ প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জহুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী নেতা আব্দুস সাত্তার, এস ইউ এম নুরুল ইসলাম, কাজী সাইফুদ্দীন আহমদ, এনামুল হক চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার সরওয়ার প্রমুখ।



 

Show all comments
  • গনতন্ত্র ২৩ এপ্রিল, ২০১৮, ৪:১১ পিএম says : 0
    জনগন বলছেন, “ মিলে – ২০১৮ “ মধু পোকার দুই/চারটা কামড় না খেলে, মধু কি এত সহজে মিলে ? কাঁটার আঘাত যদি না পেলে, গোলাপ কি সহসায় হাতে মিলে ? জেলের ভাত যদি নাই খেলে, ফুলের মালা কেমনে আসবে গলে ? আন্দোলনে লাঠি-পিটা না খেলে, গদি কি এত সহজে মিলে ? বুদ্ধির ঘাটতি মেটাতে গিয়েছে দলবলে, ঐক্যজোট না করলে ভাসবে বুক কিনতু চোখের জলে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ