পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর মুঈনে মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরীর দিনাজপুর আগমন উপলক্ষে এক ওলামা সম্মেলন হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা সভাপতি মাওলানা মুফতি মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে (আজ) সকাল ৯ টায় দিনাজপুর নিউটাউন মাদরাসায় অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। রাখেন জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম এতে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে মাওলানা মুফতি মতিউর রহমান কাসেমীকে আহবায়ক, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আবদুল মান্নান, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা সোহরাব কাসেমী, মাওলানা রেজাউল করিম, মাওলানা আবদুল কাইয়ুমকে যুগ্মআহবায়ক, মাওলানা সোহরাব হোসাইনকে সদস্য সচিব এবং মুফতি খায়রুজ্জামান, হাফেজ ফরহাদ আলম, মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা জুবাইর সাঈদ ও মুফতি আবদুল বাসিদকে যুগ্মসদস্য সচিব ও সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম দিনাজপুর জেলা শাখার কমিটি নবায়ন করা হয়। প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশে মুসলমানদের ধর্মবিশ্বাস, মূল্যবোধ এবং নীতি-নৈতিকতাকে মুছে ফেলার মাধ্যেমে দেশকে ধর্মহীন ও নাস্তিকতার দিকে ঠেলে দেয়ার দেশী বিদেশী চক্রান্ত চলছে। তিনি বলেন, কুরআনের শিক্ষায় মুসলিম সন্তানদের শিক্ষিত করে ধর্মহীনতা থেকে রক্ষা করতে ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিজাতীয় আচার, অর্চনা, উৎসব ও উদযাপন বর্জন করতে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। ব্যক্তি ও পারিবারিক জীবনে প্রিয়নবীর সন্নাতের ইত্তেবা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।