Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনে আসছেন ভারতের বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে কথা বলবেন তিনি।
নয়াদিল্লিতে সুরেশ প্রভুর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। আমন্ত্রণপত্র গ্রহণ করে সুরেশ জানান, তিনি জুনেই সফরে আগ্রহবোধ করছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কে ক্রমাগত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সুরেশ প্রভু বলেন, এই সম্পর্কে আরও উন্নতি সম্ভব।
বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও বর্তমানে সামলাতে থাকা সুরেশ প্রভু তার সফরে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল ঘুরে দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন কর্মসূচি দেখার আগ্রহ প্রকাশ করেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ