পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই সংবিধানের তোয়াক্কা করছে না মন্তব্য করে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, জনগণের কথা বলার অধিকার, সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। সংবিধানের কোন অংশই মানছে না তারা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি। কিন্তু আজ জাতিকে বিভক্ত করা হচ্ছে এই চেতনার নামে। আমরা বিভক্ত জাতি নয়, ঐক্যবদ্ধ জাতি চাই। কারণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল (বৃহস্পতিবার) তার চট্টগ্রামের বাসভবনে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, বিনা ভোটে ক্ষমতা দখলদার সরকার জনগণের ভোটাধিকার হরণ করে আবার তাদের সভা সমাবেশে ভোট চাচ্ছে। এটি জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকার শুধু ভোটাধিকার নয় মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। হরণ করেছে আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার। লুটপাটের মাধ্যমে ধ্বংস করেছে দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংক লুট হলো, ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। অথচ দুদক এক্ষেত্রে মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয়নি। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
কল্যাণ পার্টি মহানগর সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও এনপিপির মহানগর সভাপতি আনোয়ার সাদেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর, জাগপার মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছ, ন্যাপের ওসমান গণি সিকদার, লেবার পার্টির আলাউদ্দিন আলী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা এম এ কাশেম ইসলামাবাদী, মুসলিম লীগের কাজী নাজমুল হাসান সেলিম, কল্যাণ পার্টির মোহাম্মদ নুরুল আলম, দিদারুল আলম সুমন, মোহাম্মদ মোজাফফর, বিজেপির ফিরোজ কবীর লিটন, এডভোকেট এ এইচ এম জাহিদ, ইসলামী ঐক্যজোটর আনোয়ার হোসেন রব্বানী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।