Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগের শুনানি আজ

ব্যক্তিগত নোংরামির রাজনীতি ছেড়ে জবাবদিহিতার নেতৃত্ব চর্চার আহŸান মঞ্জুর

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আবু হেনা মুক্তি : বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ব্যক্তিগত, প্রতিহিংসা ও নোংরামির রাজনীতি ছেড়ে আসুন খুলনাবাসীর কাছে স্বচ্ছ, জবাবদিহিতামুলক নেতৃত্বের চর্চা করি। খুলনাবাসী আমাদের কাছে সঠিক নেতৃত্বের আশা করে।
আমরা নেতৃত্বে থেকে আগামীর জন্য সৎ, যোগ্য ও আদর্শিক রাজনীতিবীদ গড়ে তুলতে চাই। যাতে কোন ব্যবসায়ী এসে আমাদের পদ-পদবী কেড়ে নিতে না পারেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গত মঙ্গলবার মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রেসব্রিফিংয়ের প্রতিবাদে এ প্রেস ব্রিফিংয় করেন তিনি। এছাড়া স্বচ্ছতা চাই, জবাবদিহিতামুলক রাজনীতির আহŸান জানান তিনি।
তিনি বলেন, ‘পৈত্রিক সূত্রে পাওয়া নগরীতে দুটি বাড়ি আছে আমার। বাড়ি ভাড়া ও আইনজীবী স্ত্রীর উপার্জিত অর্থে জীবনযাত্রা নির্বাহ হয়। পাশাপাশি দুটি সন্তান হাউজ টিউটর হিসেবে প্রতি মাসে অর্জিত অর্থ দিয়ে পড়াশোনার খরচ ও সংসারের একাংশের ব্যয়ভার বহন করে। পৌনে ৫ লাখ টাকা আমার বার্ষিক আয়।’
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, গাড়ি কিনতে ২০ লাখ টাকা ঋণ নেন। কেসিসি নির্বাচনে প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকবে, আশা প্রকাশ করে মঞ্জু বলেন, ‘বিগত দিনের তিনটি স্থানীয় সরকার নির্বাচনে সরকারি দলের কর্মীরা ভোট ডাকাতির অভিজ্ঞতা কাজে লাগাবেন না বলে বিশ্বাস করি।’ এ সময় দলের স্থানীয় নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, প্রাক্তন সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, আমির এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, জাফরুল্লাহ খান, শেখ মোশাররফ হোসেন, মনিরুল হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খালেক-মঞ্জু’র। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) এবার পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ নির্বাচন অফিসে দাখিল করেছেন বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তালুকদার আব্দুল খালেকও পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপির প্রার্থী মঞ্জু আচরণবিধি অমান্য করে গাড়িতে ধানের শীষের গোছা লাগিয়েছেন।
এর আগে বিএনপির প্রার্থী নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেন, তালকুদার আব্দুল খালেক হলফনামায় তথ্য গোপন করেছেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, হলফনামায় মঞ্জু সঠিক তথ্য দেননি। তিনি আয়ের যে হিসাব দিয়েছেন তার জীবনযাপনের সঙ্গে তার সামঞ্জস্য নেই। রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের একটি কপি পেয়েছি।’
লিখিত অভিযোগে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, সংসদ সদস্য মিজানুর রহমান মিজান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে বিবৃতি প্রদান করছেন। যা বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই তিন সংসদ সদস্য বিবৃতিতে আমার (মঞ্জু) ও দলের (বিএনপি) নেতাদের বিরুদ্ধে অসত্য, কুৎসা, বেআইনি ও উসকানিমূলক তথ্য প্রদান করেছেন। যা সিটি করপোরেশ নির্বাচনি আচরণবিধিমালা ২০১৬ এর ২২নং বিধির লঙ্ঘন।’
অভিযোগ সম্পর্কে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের সাংগঠনিক কর্মকাÐ প্রতিদিন থাকে। এসব সাংগঠনিক কর্মকাÐ করতে গিয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন। তারা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন না। বরং প্রচারণা শুরু না হওয়া সত্তে¡ও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার গাড়িতে ধানের শীষের গোছা লাগিয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন।’
অপরদিকে খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগের শুনানি আজ বৃহস্পতিবার। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনায় আজ বৃহস্পতিবার অভিযোগের শুনানি হবে। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এ খবর নিশ্চিত করেন। লোকমান হোসেন মিয়া জানান, আপিল বোর্ডের প্রধান হিসেবে তিনি আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় অভিযোগের শুনানি করবেন। লোকমান হোসেন মিয়া বলেন, ‘যেহেতু একটি অভিযোগ এসেছে। অভিযোগের শুনানি শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগীয় কমিশনারের চিঠির উদ্ধৃতি দিয়ে খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন বলেন, ‘কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নজরুল ইসলাম মঞ্জু আপিল করেন। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে খুলনার রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ