Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ভিতর থেকে কর্মচারীসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তেেব এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছেনা পুলিশ। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার আশুলিয়ার জিরানী বাজার এলাকায় হাজী আনোয়ার মডার্ণ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বারের ভিতর থেকে লাশ দুটো উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। নিহতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা কাঠবাওলা গ্রামের আলী হোসেনের পুত্র ফরহাদ হোসেন (২৫) ও তার বন্ধু নওগাঁ জেলার আত্রাই থানা এলাকার মো: কুদ্দুসের পুত্র মো: নাবিনুর (২৭)। ফরহাদ ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী। নিহত ফরহাদের মা মমতাজ বেগম প্রথমে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছিলেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত সোমবার দিবাগত রাতে যে কোন সময় তাদের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ ওই ডায়গনস্টিক সেন্টারের কর্মচারী অপরজন তার বন্ধু। লাশের পাশ থেকে চিপস, চানাচুরের খালি প্যাকেট, কোমল পানির খালি বোতল পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, রাতে ফরহাদ তার বন্ধুকে নিয়ে খাওয়া দাওয়া ও ফুর্তি করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারছেনা পুলিশের এ কর্মকর্তা। পুলিশ লাশ দুইটি উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ প্রসঙ্গে জানতে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের ছেলে আমিনুল ইসলামের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ