Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ভুয়া মুক্তিযুদ্ধ সনদে পুলিশে চাকরির চেষ্টায় গ্রেফতার ২

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পুলিশে চাকরীর চেষ্টার অভিযোগে নাটোরে ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মন্ডলের ছেলে রবিন হোসেন(১৯) ও বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ার্দারের ছেলে ইমরান হোসেন(২০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য সমাপ্ত পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে চুড়ান্ত নিয়োগের জন্য আবেদনের সাথে সংযুক্ত বিভিন্ন তথ্যাদি যাচাইবাছাই কালে অভিযুক্ত রবিন ও ইমরানের মুক্তিযোদ্ধা সনদটি জাল বলে ভেরিফিকেশনে ধরা পড়ে। অধিকতর যাচাইবাছাই করে পুলিশ নিশ্চিত হয়, মুক্তিযোদ্ধা হিসেবে যার সনদ ব্যবহার করা হয়েছে তিনি মৃত এবং ওই ব্যক্তির সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভুয়া সনদটি তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ