পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যারা এই মামলা প্রত্যাহারের দাবি করছে, তারাই হামলায় জড়িত থাকতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট এবং শিল্পকলা একাডেমি আয়োজিত মুজিবনগর দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। গত সোমবার কোটা নিয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করে দুই দিনের মধ্যে এই মামলাসহ শাহবাগে সংঘর্ষের চারটি মামলাও তুলে নেয়ার দাবি জানায়। নইলে আবার আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
হাছান মাহমুদ বলেন, তরুণ সমাজের প্রতি সম্মান রেখে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছেন। কিন্তু এখন তারা ভিসির বাসভবনে হামলার ঘটনার মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এঘটনায় জনগণ মনে করছে তারা এ হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, যারা ভিসির বাসভবনে হামলা করেছে এবং যারা এর পেছন থেকে কল-কাঠি নেড়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের পেছনে খেলা ছিল, সেই খেলা বেস্তে গেছে বিধায় নানান ধরণের কথা বার্তা ছড়ানো হচ্ছে।
হাছান বলেন, যুদ্ধাপরাধীর একটি চক্র এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এসবের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়া।
মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আবুল আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান, ঢাকায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি ডেমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।