Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে আমিন জুয়েলার্সে চুরির অভিযোগ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

বিশেষ সংবাদদাতা : রাজধানীর গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সের স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে দোকান খুলে স্বর্ণ ও দোকানে থাকা নগদ টাকা চুরি হওয়ার বিষয়টি ধরা পড়ে। দোকানের বিক্রয়কর্মী শাখাওয়াত পুলিশকে জানিয়েছেন, পহেলা বৈশাখের কারণে গত দুইদিন দোকান বন্ধ ছিলো। তবে তিনি চুরি যাওয়া স্বর্ণের পরিমাণ ও নগদ টাকার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেন নি। গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, পহেলা বৈশাখের দিন রাতে কর্তৃপক্ষ দোকান বন্ধ করে চলে যায়। গতকাল সোমবার সকালে দোকান খুলে ক্যাশে রাখা অর্ধেক টাকা পাওয়া যায়নি। দোকানে সাজানো শত শত ভরি স্বর্ণ থাকলেও প্যাকেটে রাখা কিছু স্বর্ণ পাওয়া যাচ্ছে না। আর কর্তৃপক্ষ এখনও কোনো হিসেব দেয়নি। তিনি বলেন, মার্কেটের ছাদের একটি অংশে নতুন ঢালাই পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চোর এখান দিয়ে প্রবেশ করে চুরি শেষে ফের ঢালাই করে পালিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ