Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:৫৯ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার কুমিল্লা সেনানিবাসস্থ ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি (এডিএ) ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দলের কর্পোরাল কামাল শ্রেষ্ঠ ফায়ারার বিবেচিত হন। এছাড়া ১০ পদাতিক ডিভিশন (রামু) দলের লেফটেন্যান্ট ইয়াসফিন শ্রেষ্ঠ ফিমেল ফায়ারার নির্বাচিত হন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ নাজিম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ