Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ সামরিক অনুশীলন গালফ্ শিল্ড ২০১৮ সমাপ্ত

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : যৌথ সামরিক অনুশীলন গালফ্ শিল্ড গতকাল সোমবার সৌদি আরবের দাম্মাম-এ সমাপ্ত হয়েছে। উক্ত অনুশীলনে সর্বমোট ২৩ টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। বাংলাদেশ সামরিক বাহিনীর ১৮ সদস্যের দল (সেনাবাহিনী-১২, নৌবাহিনী-০৩, বিমানবাহিনী-০৩) উক্ত অনুশীলনে অংশগ্রহণ করে। অনুশীলন গালফ্ শিল্ড গত ১৮ মার্চ শুরু হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক সদস্যরা মূলত পর্যবেক্ষণ এবং অনুশীলন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন। অনুশীলন গালফ্ শিল্ড এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী প্রধানসহ অংশগ্রহণকারী দেশসমূহের প্রেসিডেন্ট ও বাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সৌদি সরকারের আমন্ত্রণে গত ৩ মার্চ হতে ৮ মার্চ পর্যন্ত সৌদি আরব সফর করেন। উক্ত সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে সৌদি সরকারের ডেপুটি ডিফেন্স মিনিস্টার কর্তৃক বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ