Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গারা ফেরত গেলে নাগরিকত্বের আবেদন করতে পারবে -মিয়ানমারের মন্ত্রী

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে নাগরিকত্বের আবেদন করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মিয়ানমারের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী উইন মিন্ট অয়। তিনি বলেন, ‘রোহিঙ্গারা ফেরত গেলে তাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড দেওয়া হবে। তারা যখন নাগরিকত্বের জন্য আবেদন করবে, তখন তাদের ন্যাশনাল ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহামুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী উইন মিন্ট অয়। এ প্রক্রিয়ার ব্যাপারে তিনি আরও বলেন, ‘আগে এ প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতির ছিল। এখন দ্রæততার সঙ্গে এটি করা হচ্ছে।’
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অতি শিগগিরই জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এর সঙ্গে মিয়ানমার সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলেও জানান মিয়ানমারের এ মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইউএনএএইচসিআর ও ইউএনডিপি-এর সঙ্গে আলোচনা করেছি এবং খুব শিগগিরই সমঝোতা স্মারকটি চূড়ান্ত করবো এবং স্বাক্ষর করবো।’
মিয়ানমারের যেসব জেনারেল রোহিঙ্গাদের ওপর নির্যাতন করেছে তাদের বিচার হবে কিনা জানতে চাইলে মিয়ানমারের মন্ত্রী বলেন, ‘আমাদের এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন। এবং তার কথা হচ্ছে- উই মাস্ট হ্যাভ রুল অব ল, আমাদের অবশ্যই আইনের শাসন থাকতে হবে। যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে আমরা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, কক্সবাজারে সেসব উদ্বাস্ত রয়েছে তাদের সঙ্গে আলোচনা করা এবং দ্বিতীয়ত, বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যতো দ্রæত সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা।’
উল্লেখ্য, মিয়ানমারের মন্ত্রী বুধবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সঙ্গে আলোচনা করেন। সেসময় রোহিঙ্গারা বিক্ষোভ প্রদর্শণ করে। এই প্রথম কোনও মিয়ানমারের মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ