Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখের নামে ইসলামবিরোধী শোভাযাত্রা নিষিদ্ধ করতে হবে -ইসলামী নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখের নামে ইসলাম বিরোধী শোভাযাত্রা নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমিরসহ নেতৃবৃন্দ।
পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বর্ষ বরণের নামে মঙ্গল শোভাযাত্রার আয়োজন গ্রামে-গঞ্জেও ছড়িয়ে দেয়ার সরকারের অশুভ পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, বাঙ্গালী সংস্কৃতির সার্বজনীনতার তত্তে¡র আড়ালে এসব বিধর্মীয় মূর্তির শোভাযাত্রা অনুশীলনের জন্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ তৌহিদী জনতাকে বাধ্য করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। অমুসলিমদের প্রতীক ও উপমা ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা একটি সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতির অংশ। মূলতঃ দেব-দেবীকে উদ্দেশ্য করে এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি সংখ্যালঘু গোষ্ঠী কল্যাণ কামনা করে থাকে। তারা বিভিন্ন প্রতীকের মাধ্যমে পূঁজা প্রার্থণা করেন। ইসলামে এটা হারাম।
বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল্লাহ রহ. জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীন কায়েমের আন্দোলন ইখলাসের সঙ্গে করেগেছেন। খেলাফতের কাজকে এগিয়ে নেয়া আমাদের ঈমানের দাবী। তিনি বলেন, মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে। মুসলমানদের রক্ত নিয়ে সাম্রাজ্যবাদীরা খেল তামাশা করছে। সকল ষড়যন্ত্র রুখতে উম্মাহর প্রতিটি সদস্যকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমানে পহেলা বৈশাখে যা পালন করা হচ্ছে তা আমাদের সংস্কৃতি নয় এটা অন্যদের সংস্কৃতি সুতরাং বাংলা নববর্ষ পালনের নামে ভিনদেশী সংস্কৃতি চর্চা ও মুসলমানদের কুফরির দিকে দাবিত করার সকল আয়োজন বন্ধে প্রতিটি পাড়ায় মহল্লায় জনমত গঠন করতে হবে এবং এ বিষয়ে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহবান জানান।
তিনি আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়নগঞ্জ মহানগরীর উদ্যোগে মহানগর সাবেক সভাপতি আল্লামা মুহিব্বুল্লাহ রহ. এর জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়নগঞ্জের একটি রেষ্টুরেন্টে মহানগর নির্বাহী সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আহমদুল্লাহ এর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নারায়নগঞ্জ জেলা সভাপতি আল্লামা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমূখ।



 

Show all comments
  • গনতন্ত্র ১৩ এপ্রিল, ২০১৮, ১:০১ এএম says : 0
    “ মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ “ জনগন বলছেন, হুজুর এক ছাতার নীচে না আসলে,দুদিন পরে নৃত্য প্রতিযোগিতায় আসতে বাধ্য করবে ?? ডিজিটাল হুজুর বানিয়ে ছাড়বে ৷ অগনিত ইসলামিক দল করার এই ফল ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ