পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেস বিজ্ঞপ্তি : ১৪ এপ্রিল শনিবার দিনরাত ব্যাপী কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিতব্য ৬৫তম মিরাজুন্নবী (দঃ) মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সালানা ওরছকে উপলক্ষ করে সংগঠনের সমন্বয় পরিষদ গুলো ইতোমধ্যে চুড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাস্তার অলি-গলিতে পোস্টারিং, ব্যানার, বিলবোর্ড, প্লে-কার্ড এবং চিকার মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। প্রতিটি এলাকায় এলাকায় গণসংযোগ চলছে। প্রতিটি মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করছে। টেক্সী মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ব্যানার ও পোষ্টারিং এর মাধ্যমে প্রচারনা চলছে। সালানা ওরছে অংশ গ্রহণ করার লক্ষ্যে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর সমন্বয় পরিষদ, হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদ, উত্তর রাউজান ও দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদ, বোয়ালখালী-পটিয়া সমন্বয় পরিষদ, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ, রাঙ্গামাটি, ফেনী , কুমিল্লা ও দেশের অন্যান্য জেলাগুলোতে বাস ভাড়া করেছে। ইতোমধ্যে সালানায়ে ওরছে যোগদানের লক্ষে ইউরোপ, আমেরিকা. কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যেপ্রাচ্যর দেশ সৌদিআরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত থেকে মুসল্লীগন আসতে শুরু করেছে। উক্ত সালানায়ে ওরছে সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।