পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবারও লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি গতকাল ৪ হাজার ৬৭৩ বারে এক কোটি ২০ লাখ ৫৬ হাজার ২০০টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দুই হাজার ৭৩৫ বারে ৪১ লাখ ৭ হাজার ৯৪৭টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা ১৫ হাজার ৭৫৭ বারে ৩৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-মুন্নু সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিকস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, নর্দার্ণ জুট, স্কয়ার ফার্মা ও ইফাদ অটোস লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।