Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃত্তি অর্জনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য অব্যাহত

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


বৃত্তি অর্জনে এবারও অসাধারণ কৃতিত্বের স¦াক্ষর রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ২০১৭ সালে অনুষ্ঠিত পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসির ফলাফলের ভিত্তিতে প্রদত্ত বৃত্তিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে মেধা ও সাধারণ কোটায় সর্বমোট ১২৩ জন বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৩৬ জন মেধা কোটায় এবং ৮৭ জন সাধারণ কোটায়। বিগত বছরের মতো এবারও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত জুনিয়র বৃত্তিতে একচেটিয়ে সাফল্য পেয়েছে মাইলস্টোন কলেজ। নিজ থানায় মেধা ও সাধারণ কোটা ৬৭টি বৃত্তির মধ্যে মাইলস্টোন একাই অর্জন করেছে ৬৬টি বৃত্তি। জুনিয়র বৃত্তি প্রাপ্তদের ২৫ জন মেধা কোটায় এবং ৪১ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করেছে।
বৃত্তি প্রাপ্তিতে নিয়মিত সাফল্য ধরে রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. সহিদুল ইসলাম এবং প্রশাসনিক প্রিন্সিপাল লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) জানালেন, নিয়মিত শ্রেণি শিক্ষা, শিক্ষক Ñশিক্ষার্থী এবং অভিভাবকদের প্রচেষ্টা ছিলো বলেই প্রত্যাশিত সংখ্যক বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শুরু থেকেই আমরা একটা লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে কাজ করি এবং আশানুরূপ ফলাফল অর্জনে সক্ষম হই। উভয়েই মানসম্মত পাঠদানের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন এবং আগামীতে অধিক সংখ্যক বৃত্তি প্রাপ্তির প্রত্যাশার কথাও জানান। প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ