Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১:১৯ পিএম | আপডেট : ৩:১৯ পিএম, ১২ এপ্রিল, ২০১৮

সাতক্ষীরার দেবহাটা উপজেলাসহ দেশের ১৫ উপজেলায় এক যোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মলেন কক্ষে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিুবর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ প্রমুখ। সুবিধাভোগী হিসেবে দেবহাটার নবম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনে জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ৯৩ কোটি টাকা ব্যয়ে ৬০৭ কিলোমিটার নির্মিত লাইনে ৩২ হাজার ৬৮০টি সংযোগ দিয়ে এই শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। দেবহাটা উপজেলায় ২০০৮ সাল পর্যন্ত ৩১ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছেছিল। বর্তমানে সেখানে সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে।



 

Show all comments
  • আফজাল হোসেন ১২ এপ্রিল, ২০১৮, ৬:০০ পিএম says : 0
    সাতক্ষীরা বাসী চিরদিন মনে রাখবে। এভাবে দেশ এগিয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩
১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ