Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় লিফট ধসে ৩ বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোল অফিস : মালয়েশিয়ায় বিল্ডিং এ কাজ করার সময় লিফট ছিড়ে গত সোমবার বিকালে বাংলাদেশী ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের সংবাদ পেয়ে তাদের বাড়িতে নেমেছে শোকের মাতম। নিহতরা হলো বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)। নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানীর নির্মাণাধীন ৫০ তলা বিল্ডিং এ লিফট তৈরির জন্য কাজ করছিল। ৩২ তলায় কাজ করার সময় লিফট ছিড়ে ৩ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজ খবর নেন। নিহতদের লাশ দ্রæত দেশে ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চলছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে নির্মাণাধীন বিল্ডিং এর লিফট তৈরির সময় লিফট ছিড়ে ৩ জন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি বেনাপোল ও শার্শা উপজেলায়। লাশ বাড়ি ফিরিয়ে আনতে সরকারি ভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ