Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিএনপি নেতাদের নীরব পদযাত্রা ও পোস্টারিং

খালেদার নিঃশর্ত মুক্তির দাবি

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তির দাবিতে নিরব পদযাত্রা এবং শহরের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে দেয়ালে-দেয়ালে নিজের হাতে পোস্টার লাগালেন দলের সিনিয়র নেতারা। যেখানে পোস্টারে খালেদা-তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলা ও রায় প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত দাবীর কথা লেখা আছে। 
নিরব পদযাত্রা এবং পোস্টারিং কর্মসূচির আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল দলের কার্যালয়ে উপস্থিত হয়ে মোবাইলফোনে কল করে সবাইকে আসতে বলেন, তাঁর ডাকে সাড়া দিয়ে জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, দলের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, সদর উপজেলা সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মেহেদী হাসান হিমু, মাহমুদ শরীফ মিঠু, শ্রমিকদল নেতা আব্দুল ওয়াদুদসহ অনেকেই উপস্থিত হন।
দলের কার্যালয় নবাববাড়ি রোড হয়ে নবাববাড়ি মোড়, জেলা পরিষদ, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রোড হয়ে পৌরসভা পার হয়ে জেল খানা মোড়ে যখন বেলা ২টায় পদযাত্রা ও পোস্টারিং শেষ হয় তখন এলাকাটি বিএনপির নেতাকর্মী সমর্থকে পরিপূর্ণ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ