Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মক্কা-মদিনায় সরকারি হাজীদের বাড়ি ভাড়া কার্যক্রম শুরু

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মক্কা-মদিনায় সরকারী ব্যবস্থাপনার হাজীদের বাড়ী ভাড়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। মক্কা-মদিনায় সরেজমিনে পরিদর্শন শেষে হাজীদের সুন্দর বাড়ী ভাড়া করার বিষয়টি চূড়ান্ত করতে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আনিছুর রহমানের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করেছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ন-সচিব মো: নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী’র অফিসের পরিচালক (যুগ্ন-সচিব) মো: নুরুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মো: শরাফত জামান, হজ অফিসের পরিচালক হজ মো: সাইফুল ইসলাম, কেবিনেট ডিভিশনের ডেপুটি সেক্রেটারী মোহাম্মদ সাজ্জাদ উল হাসান ও ধর্মমন্ত্রী’র পিও মো: আবু সাঈদ। জেদ্দাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ মো: মাকসুদুর রহমান সম্প্রতি সউদী জাতীয় পত্রিকায় মক্কা-মদিনায় বাড়ী ভাড়া করার জন্য টেন্ডার আহবান করেছেন। গতকাল মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনে জমাকৃত দরপত্র বাক্স জেদ্দাস্থ কনস্যুলেট এন্ড হজ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, জেদ্দাস্থ কাউন্সেলর হজ মাকসুদুর রহমানের বিতর্কিত ড্রাইভার আব্দুল্লাহ মিজী কতিপয় সউদী বাড়ীর মালিক পক্ষের সাথে যোগসাজস করে কমিশনের বিনিময়ে বাড়ী ভাড়া চুক্তি করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে কয়েকটি দরপত্র টেন্ডার বাক্সে জমা দিতে ব্যাপক তৎপর দেখা গেছে। মক্কা থেকে একাধিক সূত্র এতথ্য জানিয়েছে। ড্রাইভার মিজী ২০১৭ সনের হজ মৌসুমে মক্কায় ৫ নং বাড়ী জুদ আততাজ কোম্পানীর পাকিস্তানী জিএম মোক্তারের সাথে আতাত করে এবং হজ মিশনের মেডিকেল মিশনের বিল্ডিং দিয়ার আল খায়ের গ্রæপের মালিক ওয়েল ও আব্দুল আজিজের দরপত্র টেন্ডার বাক্সে জমা দিয়ে চড়া দামে চুক্তি অনুমোদনে জোর লবিং চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ড্রাইভার মিজী’র অপতৎপরতায় মক্কায় প্রবাসী বাড়ী ব্যবসায়ীদের মাঝে চাপা অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে মক্কা থেকে একজন প্রবাসী ব্যবসায়ী এতথ্য জানিয়েছে। শরীয়তপুরের মক্কা প্রবাসী বেলাল পাটোয়ারী ও আব্দুল মতিনের মাধ্যমেও একাধিক দরপত্র জমা পড়েছে বলেও জানা গেছে। গতকাল এ বিষয়ে কাউন্সেলর হজ মাকসুদুর রহমান ও তার ড্রাইভার আব্দুল্লাহ মিজীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ