Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটা থাকবে, তবে বাজেটের পর সংস্কার -অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সরকারি চাকরিতে কোটা অবশ্যই থাকবে, তবে এটি সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি আমার মন্ত্রণালয়ের কাজ নয়।
তারপরেও আমি প্রধামন্ত্রীকে পরামর্শ দিয়েছি এটিকে সংস্কার করার জন্যে। বাজেটের পর ৫৬ শতাংশর কোটা অবশ্যই সংস্কার করা হবে। কারণ কোটায় প্রার্থী পাওয়া যায় না।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বাৎসরিক মুনাফার শেয়ারের একটি অংশ ৫১ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে কোটা কত অংশ থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই কোটা প্রথা থাকতে হবে। আসন্ন বাজেটের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে বড় ধরনের উত্থান-পতনের কোনও সুযোগ নাই। এটিকে এখন আর ‘ফটকাবাজার’ বলা যাবে না। গত ৬ বছর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনও পরিবর্তন আনা হয়নি। পুঁজিবাজার এখন ঠিক হয়ে গেছে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ম্যানজেমেন্টে পরিবর্তন আনা হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংক যে সংশয় প্রকাশ করেছে তা তারা প্রতি বছরই করে। এ বছর আমার দৃষ্টিতে জিডিপি প্রবৃদ্ধির হার হবে কমপক্ষে ৭দশমিক ৩ শতাংশ। আগামী তিন মাস পর বিষয়টি চূড়ান্ত হবে।’
অনুষ্ঠানে আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুজিব উদ্দীন আহম্মদ এবং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী সানাউল হক অর্থমন্ত্রীর হাতে সরকারের প্রাপ্য নগদ লভ্যাংশ ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৩০৪ টাকার ডিভিডেন্ট ওয়ারেন্ট হস্তানস্তর করেন। ##

 



 

Show all comments
  • গনতন্ত্র ১১ এপ্রিল, ২০১৮, ৫:২৯ এএম says : 0
    জনগন বলছেন, “ উল্টা টান – ২০১৮ “ বাজেট ছাড়িয়া কোঠা সংস্কারে মনে যা চায় তাই করে, অবসর যাওয়াকে থুক্কু মেরে লোভে টানছে জামা ধরে ? সবাই যখন ভাটিয়ালি সুরে উনি রবীন্দ সংগীতে টান মারে, বে-তাল বানাইছে আওয়ামীলীগটারে এত পাগল মিলাইলো কে রে ?? ..................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ