পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন বেøক বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা আগামী নির্বাচনের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বেøক বলেন, ‘এর আগে ফেব্রæয়ারি মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠকেই তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যমের ওপর গুরুত্ব এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।’
অ্যালিসন বেøক আরও বলেন, ‘কমনওয়েলথের সদস্য হিসেবে, আন্তর্জাতিক অংশীদার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের জন্য উৎসাহিত করা হবে।’
অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিশু বক্তব্য দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।