Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংকের এএমডিসহ দুই জন অপসারিত

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলামকে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পরিষদ। কী কারণে তাদের অপসারণ করা হলো তা জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান বলেন, আমি মো. শামসুজ্জামান ও আমিরুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছি। তারা দুজন পদত্যাগ করেছেন।
এর আগে যোগাযোগ করা হলে ব্যাংকটির একজন পরিচালক বলেন, দুজনের পদত্যাগপত্র বোর্ডে গ্রহণ করা হয়েছে। তবে তাদের দুজনের বিষয়ে কথা বলবেন কেবলমাত্র ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান দুজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বোর্ড তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা ইসলামী ব্যাংকে শামসুজ্জামান প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৮৪ সালে (প্রথম ব্যাচ)। গত বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা পরিষদে বড় পরিবর্তন আসে। ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে অপসারণের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা হয়। ব্যাংকে যুক্ত হন সাবেক সচিব আরাস্ত খানসহ নতুন নেতৃত্ব। এর মধ্য দিয়ে ব্যাংকটিকে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ থেকে মুক্তকরণ শুরু হয়। এ পরিবর্তনের পরপরই শামসুজ্জামান এএমডি পদে পদোন্নতি পেয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ