পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশাল ব্যুরো : বরিশোলে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু হলেও মহানগর পুলিশের তরফ তেকে কোন অনুমতি দেয়া হয়নি। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহে দফায় দফায় প্রস্তুতি সভা চলছে। গতকাল বিএনপি কার্যালয়ে সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সারোয়ারকে আহŸায়ক করে সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৭ এপ্রিল বরিশাল নগরীতে বিভাগীয় সমাবেশে বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃব্য রাখার কথা রয়েছে।
৭ এপ্রিলের সমাবেশ সফল করতে গতকাল র নগরীর দলীয় কার্যালয়ে বিভাগের ৬ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ জানান, সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সারোয়ারকে আহŸায়ক ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনকে সদস্য সচিব করে সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বিভাগের ৬ জেলার সভাপতি ও সাধারন সম্পাদকরা সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, ৭ নভেম্বর বিকালে ফজলুল হক অ্যাভেনিউর নগর ভবন সংলগ্ন সড়কে সমাবেশ করার জন্য এক সপ্তাহ আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত তাদের অনুমতি মেলেনি। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সারোয়ারের নেতৃত্বে একটি টিম বুধবার বিকেলে পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখাও করেছেন। তবে পুলিশ কমিশনার এসএম রূহুল আমিন বিভিন্ন সময়ে সাংবাদিকদের ‘যানজটের আশঙ্কায় ফজলুল হক অ্যাভেনিউতে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না’ বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।