পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোর ব্যুরো : দীর্ঘ আট বছর পর আগামী ০৬ এপ্রিল সুমী খাতুনের প্রবাসী স্বামী সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। স্বামীকে রিসিভ করতে তাই সব প্রস্তুতিও শেষ করেছেন তিনি।
এরই মধ্যে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে সুমী না ফেরার দেশে চলে গেছেন।
আজ রোববার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমীর ভাই বুলবুল আহম্মেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আট বছর বয়সী মেয়ে তানিশাকে নিয়ে স্বামীকে রিসিভি করতে ঢাকার গাড়ি ধরার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে যশোর নিউমার্কেট বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন সুমী। চলতি পথে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন সুমী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
মৃত সুমী খাতুন মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সুমীর লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।