Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে বালুবোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর থেকে শেরপুর শহরের উদ্দেশ্য ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা কৃষ্ণপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের (বগুড়া ড-১১-০৬৮৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই উপজেলার কুসুম্বী গ্রামের ঠাণ্ডা মিয়া (৪২) নিহত হন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার স্ত্রী আনজিলা (৩৫) মারা যান।
আহতরা হলেন- উপজেলার ধর্মকাম গ্রামের আব্দুর রশিদ (৪৫), কৃষ্ণপুরের মকবুল হোসেন (৪৫), কাশিয়াবালার আবুল ফজল (৫০), কেল্লার জাহানারা (৪০), ছোনকার আবুল হোসেন (৪৫) ও পিংহাজারকির নাজমা বেগম (৪০)।
শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বিষয়টি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ