Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

জিয়া পরিবারকে ধ্বংস করার ও নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে ডাঃ জাহিদ হোসেন

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

নওগাঁ জেলা সংবাদদাতা : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংস করার এবং নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। আমরা জিয়ার সৈনিক সেটা হতে দিব না। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই। বেগম খালেদা জিয়া এই দলকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করেছে। দেশের গনতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। সেই গনতন্ত্রের নেত্রীকে মিথা মামলায় কারাগারে আটকে রেখেছে। নেত্রীকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের মানুষকে একত্রিত করে রাস্তায় নামাতে হবে। নেত্রীর মুক্তির আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে না। বিগত নির্বাচনে ১৫৪ জন প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করেছিলেন। তাদের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নাই। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। দেশের কোন উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীদের। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। এটা জেনেই তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কোর্টকে ব্যবহার করে আটকে রেখেছে। তিনি গতকাল বুধবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা বিএনপির সভাপতি আলহাজ নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান, সাবেক এমপি ডাঃ সালেক চৌধূরী, সাবেক এমপি জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ