পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের নান্দাইল থানা গেইট থেকে মাত্র ২‘শ গজ দূরে দু’টি ইলেকট্রনিক্স দোকানের চালের টিন খুলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল থানার ঠিক বিপরীত দিকে ওয়াল্টনের শো রুম আল রিদান ইলেকট্রনিক্স দোকানের চালের টিন কেঁটে ভেতরে ঢুকে ইলেকট্রনিক্স সামগ্রী ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। অপর দিকে একই রাতে একই কায়দায় ওয়েস্টটান এর শো রুম মেসার্স আদিল ইলেকট্রনিক্সেও চুরির ঘটনা ঘটে।
জানা যায় আল রিদান ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন মডেলের ১৩ টি এল.এ.ডি রঙ্গিন টেলিভশন যার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ১০টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট যার মূল্য ৬১ হাজার ২ শত টাকা ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা চুরি হয়েছে। মেসার্স আদিল ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন মডেলের ৭ টি এল.এ. ডি রঙ্গিন টেলিভিশন যার মূল্য ৯০ হাজার টাকা চুরি হয়। থানা সম্মুখের ভবন থেকে এ রকম দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ায় পুরো উপজেলা সদরের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান আজ রোববার সকালে দোকান দু’টি পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।