পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুরে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্ত্তন চলাকালে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে হত্যা করেছে ছুরিকাঘাতে দুর্বৃত্তরা।
শনিবার রাতে উপজেলার গন্ডগ্রামের হরিবাসর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সনাতন চন্দ্র প্রামাণিক (২৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজিব ও রাফিউল নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কীর্ত্তনে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত নারীদের বসার নির্ধারিত স্থানে বসতে চায় এবং তাদের উত্ত্যক্ত করতে থাকে। সে সময় তার শ্যালক সনাতন চন্দ্র প্রামাণিক এগিয়ে এসে প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। রোববার সকালে ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল থেকে সনাতনের লাশ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করে এলাকাবাসী। সে সময় হত্যাকারীদের ফাঁসি দাবি করে বিক্ষুব্ধরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।