Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির মনোনয়ন বিক্রী ৫ এপিল

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৫ এপ্রিল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র সংগ্রহের তারিখ বেঁধে দিয়েছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে যারা মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করতে আগ্রহী তারা যেন ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের পরের দিন ৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর প্রার্থী চূড়ান্ত করতে ৭ এপ্রিল দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ