Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি। মঙ্গলবার রাজধানীর ওসমানী উদ্যানে কামানের সামনে থেকে শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে মিছিলটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সামনে দিয়ে গোলাপশাহ মাজার হয়ে পীর ইয়ামেনী মার্কেটের সম্মুখে দিয়ে জিরো পয়েন্ট গিয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপিকে দমন করতে দুর্নীতি দমন কমিশন ও সরকার একাকার হয়ে গেছে। দুদককে এখন বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। আন্দোলনের মাধ্যমে সব চক্রান্ত নস্যাৎ করে দেয়া হবে। তিনি গতকাল (মঙ্গলবার) বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এতে তিনি আরো বলেন, দলের ঐক্যে ফাটল ধরাতে না পেরে দুদককে দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ এনে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা দায়ের করেছে। এতে নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, এম এ আজিজ, মোঃ মিয়া ভোলা, হাজী মোহাম্মদ আলী, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, হারুন জামান, সৈয়দ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিও বিক্ষোভ সমাবেশ করেছে।
যশোর ব্যুরো জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল থেকে সদর উপজেলা বিএনপির সেক্রেটারি কাজী আজমকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে থেকে তাকে আটক করা হয়। কাজী আজমকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বরিশাল ব্যুরো জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ কারাদÐের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিসহ ৭ এপ্রিল বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল নগরীতে সমাবেশ করেছে বিএনপি। গতকাল সকাল ১১টায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে যৌথভাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ,দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুলাদী উপজেলা সভাপতি আঃ ছত্তার খাঁন।
ল²ীপুর সংবাদদাতা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ল²ীপুরে বিএনপির বিক্ষোভ কর্মসুচি পালন করছে নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় ও ল²ীপুর প্রেসক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপিসাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সিনিযার সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভুঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান এডভোকেট আহম্মদ ফেরদৌস মানিক, আনোয়ার হোসেন বাচ্ছু প্রমুখ। এসময় জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। জেলা বিএনপির’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক আলী আজম, পৌর বিএপি’র সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুর জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। জেলা বিএনপিসাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান এর নেতৃত্বে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে। মিছিলে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ শরীফ সাইফুল কবীর, আইনজীবী ফোরাম মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলজার হোসেন চিশতি।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, পুলিশের বাধা অপেক্ষা করে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফয়সাল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তোতা, আব্দুল গফুর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করে ফরিদপুরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো পরিদর্শন শেষে জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপিসাধারণ সম্পাদক ও সদ্য কারামুক্ত গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, বিএনপির অন্যতম সংগঠক সাব্বির হোসেন খান, মিনানসহ প্রমুখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক ও ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপি। ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার ও জেলা (উঃ) বিএনপি’র যুগ্ম আহবায়কফুলপুর উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি তারাকান্দা প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকাÑ সিলেট মহাসড়কের পাচঁরুখী নামক স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহÑসভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক বি আর ডি বি চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ