Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান ভাড়া কমানো না হলে হজযাত্রীর সংখ্যা কমে যাবে -তাহফিজে হারামাইন পরিষদ

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবী জানিয়ে বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২৭ হাজার হজযাত্রীর হজে গমনের অনুমতি থাকা সতে¦ও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিমান ভাড়া মাত্রাতিরিক্তভাবে বাড়ানোর কারণে হজযাত্রীর সংখ্যা কমে যাবে।
তিনি হজযাত্রীদের বিমান ভাড়া সাধারণ যাত্রীর চেয়ে তিনগুণেরও বেশী বৃদ্ধি করার সমালোচনা করে বলেন, বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা সাধারণ যাত্রীর বিমান ভাড়া ৩৬ হাজার থেকে ৪০ হাজার টাকা। আর উমরাহ যাত্রীর যাওয়া-আসার বিমান ভাড়া ৪৯ হাজার থেকে ৫২ হাজার টাকা। অথচ এবারের হজে বিমান ভাড়া তিনগুণেরও বেশী বৃদ্ধি করে ১ লাখ ৩৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এটা অযৌক্তিক ও অন্যায়। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া এক লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এবং প্রতিবেশী দেশসমূহের সাথে সামঞ্জস্য রেখে হজযাত্রীদের বিমান ভাড়া ও অন্যান্য খরচাদি বৃদ্ধি না করা এবং থার্ড ক্যারিয়ার ওপেন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।



 

Show all comments
  • বুলবুল ৪ এপ্রিল, ২০১৮, ৮:২১ এএম says : 0
    হাজিদের জন্য বিমান ভাড়া সাধারণ যাএীদের মত করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ