Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জুতা ও ইট পাটকেল নিক্ষেপ

শিবপুর ইউএনও অফিসে আ.লীগ নেতাকর্মীদের হামলা

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

সরকার আদম আলী, নরসিংদী থেকে : ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ে ক্ষিপ্ত হয়ে ইউএনও অফিসে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত রোববার সন্ধ্যায় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে শিবপুর থানা আওয়ামী লীগ এই কাÐটি ঘটিয়েছে। উশৃঙ্খল নেতাকর্মীরা ইউএনওকে লক্ষ করে ইট, পাটকেল ও জুতা নিক্ষেপ করেছে এবং তাকে অপসারণের দাবীতে ¯েøাগান দিয়েছে। জানা গেছে, স¤প্রতি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মরিয়ম বেগম। বিদ্রোহী প্রার্থী ছিলেন মেরাজুল হক এবং বিএনপি প্রার্থী ছিলেন মাহফুজুল হক নামে একজন প্রার্থী। নির্বাচনের দিন ভোটকেন্দ্রসমূহে ভোটারের উপস্থিতি ছিল অত্যন্ত কম। ভোট গ্রহণ চলাকালে মাইদুল ইসলাম সানি নামে একজন ছাত্রলীগ নেতা দুলালপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে সীল মারার চেষ্টা করে। এতে সেখানকার পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলু রায় ভোটকেন্দ্রে গিয়ে ছাত্রলীগ নেতাকে চ্যালেঞ্জ করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। এই অবস্থায় ইউএনও শীলু রায় তাকে ধরে সন্ধ্যা পর্যন্ত আটক করে রাখেন। ভোটগ্রহণ শেষ হলে ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মরিয়ম বেগমের শোচনীয় পরাজয় ঘটে। আওয়ামী লীগ প্রার্থী মরিয়ম বেগমের এই পরাজয়ে শিবপুর উপজেলা আওয়ামী লীগ মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়। তারা তাদের দলীয় প্রার্থীর পরাজয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলু রায়কে দায়ী করে। বিকেলে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ইউএনও শীলু রায়ের বিরুদ্ধে এক বর্ধিত সভার আয়োজন করে। এই সভায় ইউএনও শীলু রায়ের অপসারণ দাবী করে প্রস্তাব নেয়া হয়। শুধু তাই নয়, ইউএনও শীলু রায়কে এক সপ্তাহের মধ্যে অপসারণ না করা হলে আগামী রবিবার থেকে তার বিরুদ্ধে ঝাড়– মিছিল জুতা মিছিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের প্রস্তাব নেয়া হয়। এ ব্যাপারে ইউএনও শীলু রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি জানান, এ ব্যাপারে কোন মামলা বা সাধারণ ডায়েরী করা হয়নি। তিনি শুধু এই হামলার ঘটনাটি তার উর্ধতন কর্মকর্তাদেরকে জানিয়েছেন। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ইনকিলাবকে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের জন্য ইউএনও শীলু রায় দায়ী। তার পক্ষপাতিত্বের কারণে আওয়ামী লীগের প্রার্র্থীর পরাজয় হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা জানান, আওয়ামীলীগের বধির্ত সভা শেষে একদল উশৃঙ্খল নেতাকর্মী ইউএনও অফিসে হামলা চালায়। তারা ইউএনওকে লক্ষ করে জুতা, ইট, পাটকেল নিক্ষেপ করে। এ সময় খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওকে উদ্ধার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ