Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই দলগুলো নিয়েই আকারে ছোট নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের আকার আগেরবারের মতোই ছোট হবে। সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই দলগুলোই নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকার। আর এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে? খালেদা জিয়া কি কারাগার থেকে বেরিয়ে এসে দেশ চালাবেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) লজ্জা পাওয়া উচিত। তারা যখন ক্ষমতায় ছিল ২১ ফেব্রæয়ারিতে আমাদের অফিসের বারান্দায়ও সভা করতে দেয়নি। যখন তারা ক্ষমতায় ছিল তখন বিরোধীদলের কোনো সুবিধা দেয়নি। ২৭ মার্চ জনদুর্ভোগের কথা ভেবে আমরা রুলিং পার্টি পর্যন্ত র‌্যালি করলাম না। তারা করলো। তাই তাদের অভিযোগ অবান্তর। তিনি বলেন, তারা (বিএনপি) নৈতিকতার দিকটাকে বড় করে দেখছে না। তাদের সংবিধানে সাত ধারা ছিল, সেটা হঠাৎ করে উঠিয়ে নিলেন। আর বেগম জিয়ার রায় ঘোষণার ১০ দিন আগে সেটা তারা (বিএনপি) বাদ দিয়ে দিলেন।
কাদের বলেন, বিএনপিতে এখন আর কোন প্রকার দুর্নীতিবাজ নেতার জনপ্রতিনিধি হতে বাধা নেই। তার মানে বিএনপি এখন মেনে নিয়েছে তারা আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ দল।
বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে বলে সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে দেশে গণতন্ত্র নাই। এখন আপনারাই বলেন, বিএনপিকে নিয়ে আমরা কী করি?
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে কি না, সেটি ডিএমপি কমিশনারের ব্যাপার। তারা বিএনপির সমাবেশকে নিরাপদ মনে করলে অনুমতি দেবে, নিরাপদ মনে না করলে অনুমতি দেবে না।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, মানুষ এখন নির্বাচনের মুডে আছে, আন্দোলনের মুডে নয়। মুখের কথা দিয়ে এখন আর ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হয়, কাজ দেখাতে হয়। বিএনপির এমন কোনও কাজ নাই যা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ