Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামদা ছুরি লাটি নিয়ে দফায় দফায় হামলা ও মহড়া নিউমার্কেট নীলক্ষেত আজিমপুর এলাকা রনক্ষেত্র

ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনায় আটক নেই

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় তারা রামদা ছুরি লাটি হাতে রাস্তায় নামে। এসময় রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় অস্ত্র হাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দফায় দফায় মহড়া দেয়। এতে করে স্থানীয় ব্যবসায়ী, পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন তিনজন; এর মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তর পর্বের ছাত্র সরদার শাহাদাত হোসেন এবং ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুই ছাত্র শামীম ও রাব্বি।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, রাত ৯টার দিকে শাহনেওয়াজ হলের সামনে বিজয় ক্যাফেতে শাহাদাত ও তার এক বান্ধবীর সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের তর্কাতর্কি থেকে মারামারি বাঁধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ঢাকা কলেজের এই ছাত্ররা শাহদাত এবং তার বান্ধবীকে কটাক্ষ করে উচ্চস্বরে কথা বললে তিনি গিয়ে নাম-পরিচয় জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের ওই ছাত্ররা শাহাদাতকে মারধর করে।
শাহদাতের মাথা ফেটে গেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই লেগেছে।
আহত শাহাদাত জানান,ওরা টিজ করছিল। আমি প্রতিবাদ জানাতে গেলে আমাকে মারধর শুরু করে।
রাতে শাহাদাতকে মারধরের পর শাহনেওয়াজ ছাত্রাবাস থেকে ছাত্ররা বেরিয়ে এসে ঢাকা কলেজের ওই ছাত্রদের ধাওয়া দেন। নীলক্ষেত মোড়ে তাদের ধরে দুজনকে মারধর করেন।
তখন আহত রাব্বি ও শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় ও কপালে একাধিক সেলাই লেগেছে।
রাব্বি ও শামীমকে মারধরের পর রাত ১১টার দিকে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী শাহনেওয়াজ হলের সামনে রামদা, রড, লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। তারা ছাত্রাবাসের দিকে ইট ছুড়তে থাকেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
ঘটনার বিষয়ে নিউ মার্কেটে থানার ওসি আতিকুর রহমান বলেন, শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে তিনজন আহত হয়েছেন। তবে ঘটনা শোনার পরপরই আমরা ফোর্স নিয়ে সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
ঢাবির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এ ঘটনার সুত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রকে মারধরের পর দুই দফায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শাহনেওয়াজ ছাত্রাবাসের ছাত্রদের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক কামালের অনুসারীরা এই হামলা চালিয়েছে।
এই বিষয়ে কথা বলতে মঙ্গলবার রাতে ও বুধবার একাধিকবার কামালের মোবাইলে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঘটনা শোনার পরপরই আমি ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে কথা বলি। আমরা এই বিষয়ে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ