Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবের খবরের প্রশংসা করলেন সংসদীয় কমিটি

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সারাদেশে নদী রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে জাতীয় নদী রক্ষা কমিশনকে সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া সারাদেশে নদ-নদীর দুরবস্থার চিত্র এবং বেড়ি বাঁধ ভাঙ্গনের নিয়ে দৈনিক ইনকিলাবের প্রকাশিক খবর নিয়ে আলোচনা হয়েছে। খবরের বাস্তব চিত্র তুলে ধরায় ধারাবাহিক রিপোটগুলোর প্রশংসা করা হয়।
গতকাল বুধবার জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠকে এ সুপারশি করা হয়। কমিটির বৈঠকে,বাংলাদেশ মেরিন একাডেমী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, জাতীয় নদী রক্ষা কমিশন এর কার্যক্রম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডবিøউটিসি)তে যে জনবল নিয়োগ প্রদান করা হয়েছে সে সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। কমিটি বৈঠকে নদী রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে জাতীয় নদী রক্ষা কমিশনকে সুপারিশ করে। এছাড়া সারাদেশে নদ-নদী নিয়ে তথ্য দৈনিক ইনকিলাবের প্রকাশিক খবর নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এছাড়া বৈঠকে সারাদেশের নদ- নদী গুলোর সঠিক তথ্য সংগ্রহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নদী কমিশনকে সুপারিশ করেছে।
বৈঠকে উল্লেখ করা হয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা বাংলাদেশ মেরিন একাডেমী বিগত সাড়ে পাঁচ দশক ধরে পেশাগতভাবে দক্ষ, পরিবেশ সচেতন, বুদ্ধিদীপ্ত এবং চৌকস মেরিন ক্যাডেট তৈরি করে আসছে। উচ্চ-মাধ্যমিক সনদপ্রাপ্ত নির্বাচিত প্রার্থীদেরকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের জাতিসংঘের আইএমও আন্তর্জাতিক পেশাগত দক্ষতা-মান(এসটিসিডব্লিউ কনভেনশন) অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে যথাযোগ্য মেরিন ক্যাডেট হিসেবে গড়ে তুলছে। বৈঠকে আরো বলা হয়, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগতমান, আন্তর্জাতিক নৌÑসংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সী কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। তাছাড়া ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট ২০১৪ সালে আন্তর্জাতিক মানদন্ডের স্বীকৃতি স্বরুপ সালে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ব্যুরো সত্য কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করেছে এবং ওয়ার্কশপ প্রকিউরম্যান্ট স্কীল সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য জানান, সারাদেশে নদ-নদী এবং বেরি বাঁধ ভাঙ্গনের নিয়ে দৈনিক ইনকিলাবের প্রকাশিক খবর নিয়ে আলোচনা হয়েছে। নদী রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে জাতীয় নদী রক্ষা কমিশনকে কাজ করতে বলা হয়েছে।
কমিটি সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মোঃ আব্দুল হাই, মোঃ হাবিবর রহমান, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম এড্ভোকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ