পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা সংগ্রামের ঘোষণাপত্রের মূলমন্ত্র সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার আজও অধরা বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি। কিন্তু আজ জাতিকে বিভক্ত করা হচ্ছে এই চেতনার নামে। আমরা বিভক্ত জাতি নয়, ঐক্যবদ্ধ জাতি চাই। কারণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্টি নিপিড়ন-নির্যাতনের বিরুদ্ধে গণমানুষের মুক্তি সংগ্রামের চুড়ান্ত রূপ হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতিকে স্বাধীনতা আর মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত করেছেন রাজনৈতিক নেতৃত্ব। সেই নেতৃত্ব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক তেমনই মুক্তিযুদ্ধে দেশের সেনাবাহিনী ও সশ¯্রবাহিনীর অবদানকেও যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বভাবজাতভাবে গণতন্ত্রপ্রিয়। এ দেশের মানুষ স্বৈরশাসন কখনোই মেনে নেয়নি। ভবিষ্যতেও মেনে নেবে না। দেশবাসী গণতন্ত্রের জন্য জেগে উঠেছে। সে দিন আর বেশি দূরে নয় অচিরেই সকল অপশাসনের অবসান হবে, গণতন্ত্রের বিজয় নিশান উড়বে। ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শাসকগোষ্টির ব্যর্থতা আর সুশাসনের অভাবে স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়িত হয় নাই। এর জন্য আজকের শাসকগোষ্টি যেমন দায়ি, তেমনি অতীতের শাসকগোষ্টিও এর দায় এড়াতে পারে না। সভাপতির বক্তব্যে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য অতীতে সংগ্রাম করেছে, আজ সেই আওয়ামী লীগই ৫ জানুয়ারি ভোটার ও ভোটবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে। স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গণতান্ত্রিক রাজনীতির কোন বিকল্প নাই।
মহাসচিব আমিনুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টি স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন, ঢাকা মহানগর সভাপতি আলী হোসেন ফরায়েজী, সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুছা মিয়া মজুমদার, যুব কল্যাণ পার্টি রফিকুল ইসলাম কিরন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।