Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএস-বাংলার চীনের গুয়াংজু রুটে ফ্লাইট অনিশ্চিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


চীনের গুয়াংজু রুটে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইট চালু অনিশ্চিত হয়ে পড়ছে। ইউএস বাংলা কর্তৃপক্ষ বাণিজ্যিক শহর চীনের গুয়াংজুতে ৩ এপ্রিল থেকে ফ্লাইট শুরুর ঘোষণা দিলেও তা এখন অনিশ্চিত। কবে নাগাদ এ রুটে অপারেশন চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না ইউএস-বাংলার কর্মকর্তারা। অন্যদিকে নেপালে বিমান দুর্ঘটনার কারণে ঢাকা-কাঠমান্ডু রুটেও ইউএস-বাংলা এয়ারলাইন্সের অপারেশন অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ইমরান আসিফ বলেন, গুয়াংজু রুট চালুর ঘোষণা দেয়ার পর এক সপ্তাহের ব্যবধানে ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় দুই পাইলট, দুই কেবিন ক্রু এবং ২৩ বাংলাদেশিসহ মোট ৫২ জন যাত্রী নিহত হন। এর ফলে প্রতিষ্ঠানটির সিডিউল ওলট-পালট হয়ে যায়।
ইমরান আসিফ জানান, এপ্রিলের মধ্যে গুয়াংজু রুট চালুর চেষ্টা চলছে। তবে মে মাসের আগে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা নেই।
এয়ারলাইন্সটির বহরে মোট আটটি উড়োজাহাজ ছিল। কাঠমান্ডু বিমানবন্দরে দুর্ঘটনায় একটি উড়োজাহাজ হারায় এয়ারলাইন্সটি।বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। চলতি বছর ১৩ ফেব্রæয়ারি অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে ফেব্রæয়ারিতে ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ সংযোজিত করে এয়ারলাইন্সটি। এ বছরের মধ্যেই আরও তিনটি ড্যাশ৮-কিউ৪০০, তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দু’টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ বহরে যুক্ত হবে বলে জানান ইমরান আসিফ।
উল্লেখ্য, নেপালে দুর্ঘটনায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনেকাংশে হোঁচট খায়। যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমÐলে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আন্তর্জাতিক রুট পরিচালনা শুরুর পর এক বছরের মধ্যই কাঠমান্ডু ছাড়াও ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ