Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের শিল্প খাতে ঋণ বিতরণের পাশাপাশি বাড়ছে খেলাপির পরিমাণও। ২০১৭ সালের ডিসেম্বর শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩১ হাজার ১৪৯ কোটি টাকা; যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা। ফলে গেল এক বছরে এ খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ছয় হাজার ৫৮৬ কোটি টাকা বা ২৬ দশমিক ৮১ শতাংশ। আর শিল্প খাতে খেলাপি ঋণের অধিকাংশই রয়েছে সরকারি খাতের ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে এ সময়ে শিল্প খাতে সার্বিক ঋণ বিতরণ ও আদায় দুই-ই বেড়েছে। এ হার যথাক্রমে ১৭ শতাংশ ও সাড়ে ১১ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, শিল্প খাতেও বিশেষ সুবিধায় নিয়মিত ঋণ আবার খেলাপি হয়ে পড়েছে। সূত্র জানায়, ২০১৩ সালের শেষ সময়ের রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্যসহ দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিবেচনায় ঋণ পুনঃতফসিলে বিশেষ ছাড় দেওয়া হয়। ওই সুযোগ কাজে লাগিয়ে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে প্রায় ৩০ হাজার ১৪৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃ তফসিলের মাধ্যমে নিয়মিত করে। এর বাইরে বিদ্যমান পুনঃতফসিল নীতিমালার আওতায় নিজেরা পুনঃ তফসিলের মাধ্যমে নিয়মিত করে প্রায় ৫২ হাজার ২৪৩ কোটি টাকা। গেল দুই বছরও উল্লেখযোগ্য অঙ্কের খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল শেষে শুধু ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা; যা এ সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের নয় দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে শুধু শিল্প খাতে বিশেষায়িত ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার যথাক্রমে ৩০ দশমিক ৪৫ শতাংশ ও ২৮ দশমিক ৮১ শতাংশ। এছাড়া বেসরকারি ব্যাংকের ৪ দশমিক ৩৩ শতাংশ ও বিদেশি ব্যাংকের দুই দশমিক ৯২ শতাংশ। এ সময়ে শিল্প খাতে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে আট দশমিক নয় শতাংশ। এর মধ্যে শুধু আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার আট দশমিক ২৩ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, শিল্প খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে এককভাবে ১৫টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ রয়েছে ১৫ শতাংশের বেশি। এছাড়া ছয়টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের বেশি কিন্তু ১৫ শতাংশের কম, ১৬টি প্রতিষ্ঠানের পাঁচ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের কম এবং ৫১টি প্রতিষ্ঠানের পাঁচ শতাংশের নিচে খেলাপি ঋণ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরÑএ ছয় মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে মোট ঋণ বিতরণ করেছে এক লাখ ৬৯ হাজার ৩৪০ কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ১০ শতাংশ বেশি। এর মধ্যে মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৩৩ হাজার ৬৪৭ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৭ শতাংশ এবং চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণ হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৯৩ কোটি টাকা বা ৮০ দশমিক ১৩ শতাংশ। এদিকে, এ সময়ে মোট শিল্প ঋণ আদায় হয়েছে এক লাখ ৩৫ হাজার ৩১ কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৫১ শতাংশ বেশি। প্রতিবেদনে আরও দেখা গেছে, চলতি অর্থবছরের ডিসেম্বর শেষে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৮ কোটি টাকা, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে তিন দশমিক ১৬ শতাংশ বেশি। অন্যদিকে, গেল ডিসেম্বর শেষে শিল্প খাতে বকেয়া ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৮৫ হাজার ২৫৩ কোটি টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৪৩ শতাংশ বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ