Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভক্ষণে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার রংপুর সেনানিবাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ- ভারত যৌথ সাইক্লিং অভিযান (২য় পর্ব) এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মার্চ যশোর সেনানিবাস থেকে এই অভিযান শুরু হয়। পরে কলকাতা-বর্ধমান-পলাশী-রামকান্তপুর-মালদা-রায়গঞ্জ-কিসানগঞ্জ-শিলিগুড়ি-জলপাইগুড়ি-বিন্নাগুড়ি-কুচবিহার-বুড়িমারীইত্যাদি স্থানসমূহ প্রদক্ষিন শেষে ২৬ মার্চ সকালে রংপুর সেনানিবাসে এসে সমাপ্ত হয়। এতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সর্বমোট ৩০ জন সাইক্লিষ্ট সেনাসদস্য অংশগ্রহন করেন। সাইক্লিং দল যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। দীর্ঘপথ অতিক্রমের পর বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর রংপুর সেনানিবাসে পৌঁছালে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা, উচ্ছপদস্থ সামরিক কর্মকর্তা তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ