Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষতা নেই ইসলামী নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। পৃথক পৃথক এসব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় ধর্মনিরপেক্ষতা নেই। লক্ষ্য অর্জিত হলেই স্বাধীনতা অর্থবহ হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি জালেম বাহিনি পরাজিত হলেও দেশে জুলুম, শোষন, দুর্নীর্তি, হত্যা, নির্যাতন বন্ধ হয়নি। সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। স্বাধীনতা রক্ষায় দেশ প্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ ভাবে বাতিলের মোকাবেলা করতে হবে এবং দেশে ইনসাফ ভিত্তিক খেলাফত শাসন কায়েম করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
গতকাল ২৬ মার্চ সোমবার বিকাল ৩ টায় রাজধানীর জামিযা নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর মাওলানা হাজী ফারুক আহমাদ, মহাসচিব মাওলানা হাবিবুরøাহ মিয়াযী, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দিন, দফতর সম্পাদক মাওলানা সানাউল্লাহ ও মাওলানা হাফেজ আবুুল কাসেম প্রমুখ।
ইসলামী ছাত্রসমাজ
স্বাধীনতার মূল চেতনার সাথে ধর্মনিরপেক্ষতার কোনো সম্পর্ক নেই। যারা স্বাধীনতার চেতনার সাথে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র বলে গলা ফাটায় তারা জ্ঞানপাপী ও মূর্খ। সাম্য, সমাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ব্রত নিয়ে এদেশের জনগণ আল্লাহু আকবার ধ্বণী দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন যে দেশের মানুষ জমি ও গরু বিক্রি করে হজে¦ যায় সে দেশে ইসলাম ছাড়া রাজনীতি হতে পারে না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতানায় ধর্মনিরপেক্ষতা ছিল না। অপরিসীম ত্যাগ ও লাখো শহীদের রক্তের বিণিমিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় সবাইকে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোন হুমকী মোকাবেলায় ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে।
গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী প্রধান আতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: মাকসুদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ- সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, যুগ্ম-মহাসচিব অধ্যাপক শেখ লোকমান হোসেন, ছাত্রসমাজের সাবেক সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, মহাসচিব মাওলানা একে এম আশরাফুল হক, অর্থ সচিব মাওলানা মমিনুল ইসলাম, মাও. আঃ বাতেন, মাও. মিজানুর রহমান, মোঃ ওয়ালীউল্লাহ, জি এম মাহমুদ হাসান, হুজাইফা আল মহদী, মাহবুব এলাহী, তারেক জামিল প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেছেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছে। কিন্ত স্বাধীনতা বিভিন্ন চক্রান্তে হুমকির সম্মুখীন। স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে জনমত ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজনের অপহরণ দিন দিন বেড়েই চলছে। মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। মানুষের নিরাপত্তার গ্যারান্টি খেলাফত ব্যবস্থা। সুতরাং খেলাফত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল দুপুরে নারায়নগঞ্জ সিদ্দিরগঞ্জ বাজার মাদরাসা মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা এমদাদুল্লাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ উমর ফারুক, মুফতি সিদ্দিকুর রহমান প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ