পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : ক্রিকেট নিয়ে বাজিতে হেরে দেড় লাখ টাকা না দেয়ার চেষ্টায় নিজের খুন হওয়ার নাটক সাজিয়ে সেই ভিডিও ছড়িয়েছিলেন এক যুবক। পরে পুলিশের হাতে ধরা পড়ে সে। ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গত শনিবার রাতে আদেল শিকদার নামের ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে। তার আগে তেজগাঁও বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমরান নামে (২৪) তার এক সহযোগীকে। যে এফডিসিতে মেইকআপ ম্যানের কাজ করেন। পুলিশ জানায়, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে জুয়ায় দেড় লাখ টাকা হেরে যান আদেল। ওই টাকা যাতে না দিতে হয় সেজন্য নিজের খুন হওয়ার নাটক সাজান তিনি। তা ভিডিও করে ইমোর মাধ্যমে পাঠিয়ে দেন পাওনাদার আর নিজের পরিবারের কাছে। বিষয়টি আরও বিশ্বাসযোগ্য করতে নিজের ফোন বন্ধ রেখে তিনি কণ্ঠস্বর বদলে অন্য ফোন থেকে ছোট ভাই সাইদুলকে কল করে বলেন, আদেলের লাশ পাওয়া যাবে চট্টগ্রামে। কিন্তু ওই খবরে আদেলের ভাই সাইদুল ও তাদের এক চাচাত ভাই শুক্রবার ফরিদপুর থেকে ঢাকায় পুলিশকে বিষয়টি জানান। গ্রেফতার হওয়ার পর আদেল পুলিশকে বলেন, ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ নামে একজনের সঙ্গে বাজি ধরে তিনি দেড় লাখ টাকা হেরে যান। সেই টাকা যাতে না দিতে হয়, সেজন্যই ভিডিও বানানোর ফন্দি করেছিলেন। বিষয়টি এত ‘সিরিয়াস’ হয়ে যাবে তা তিনি বুঝতে পারেননি। ওই ভিডিওতে মোট চারজন ছিল। সেখানে দেখা যায়, সংকীর্ণ একটি টিনের ঘরে আদেলকে হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলা কাটা হয়। রক্তে ভেসে যাওয়া গলা আর ক্ষতিচিহ্নও দেখানো হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পুরো ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়। গলা কাটার সময়টায় পিঠ দিয়ে ক্যামেরা আড়াল করা হয়। পরে গলায় রুহ আফজা ঢেলে তা রক্ত হিসেবে দেখানো হয়। ঢাকা মহানগর তেজগাঁও জোনের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আদেল একজন পেশাদার চোর। সে গ্রামের বাড়িতেও এক স্বর্ণকারের সঙ্গে প্রতারণা করেছে বলে আমরা খবর পেয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।