পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের উজানে অবস্থিত ভারত, নেপাল ও ভুটানের সাথে ইতিবাচক কূটনীতির মাধ্যমে আন্ত:দেশীয় নদীগুলোর সুষম জলবন্টন সম্ভব।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ঢাকা স্কুল অভ ইকনোমিকস (ডিএসই) আয়োজিত বাংলাদেশে নদী ব্যবস্থাপনায় নতুন পথের সন্ধান বিষয়ক জাতীয় সেমিনারে তিনি একথা বলেন। সদ্য উদযাপিত বিশ^ পানি দিবস উপলক্ষে এ সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা ডিএসই’র সভাপতি ড. কাজী খলীকুজ্জামান। তথ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ নদী বিধৌত দেশ হওয়া সত্তে¡ও আন্তদেশীয় নদীর পানি বন্টন এবং দেশীয় নদ-নদীগুলোর দখল-দূষণজনিত সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক তৎপতার পাশাপাশি প্রয়োজন নদ-নদীকে দখল-দূষণ মুক্ত রাখা, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ এবং জোয়ার ব্যবস্থাপনা (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) এর মাধ্যমে নদীর পাড় রক্ষা ও তীরবর্তী জমিতে সেচ ব্যবস্থাপনা। প্রকৌশলী হাসানুল হক ইনু এসময় পানির অপচয় রোধ, পাহাড় ও উপকূলে পানির সঠিক ব্যবস্থাপনা, দূষিত পানি শোধন করে নিরাপদ সুপেয় পানি সরবরাহসহ কৃষি ও কলকারখানায় প্রয়োজনীয় পানি যোগান দিতে ২০১৩ সালে প্রণীত পানি নীতি হালনাগাদ করার ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে ম্যানেজমেন্ট অভ ওয়াটার রিসোর্সেস ইন বাংলাদেশ ঃ এক্সপ্লোরিং দ্য আনেক্সপ্লোরড বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা স্কুল অভ ইকনোমিক্সের প্রশিক্ষক ড. এ কে এম নজরুল ইসলাম এবং ড. সালমান সুলতান।
বিএনপি’র চোখে ছানি
বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা আয়োজিত একুশে পদকপ্রাপ্ত শিল্পীদের সম্বর্ধনা অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, বিশে^র সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে প্রত্যক্ষ করলেও বিএনপি তা দেখতে পারছেনা, এর একটিই কারণ হতে পারে যে, তাদের চোখে ছানি পড়েছে। কিন্তু একথা সত্য যে, দেশের সকলের সাথে বিএনপি’র সদস্যরাও এ উন্নয়নের সুফল ভোগ করছে, বলেন ইনু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।