Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসিতে প্রশ্নের সেট নির্ধারণ হবে ২৫ মিনিট আগে

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রশ্নফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। গতকাল (রোববার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ কথা জানান। তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে। এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে বলে জানান সচিব। চলতি বছর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল চলবে ১৩ মে পর্যন্ত।
সভা শেষে সচিব সোহরাব বলেন, পরীক্ষা মানে আমার কাছে এক ধরনের আতঙ্ক। সকল শক্তি, সকল ব্যবস্থা নেওয়ার পরও আমরা নিশ্চিত হতে পারি না যে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। গত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, প্রত্যেক সেটের জন্য আলাদা প্যাকেট থাকবে, এবার সিলগালা না করে সিকিউরিটি টেপ ব্যবহার করা হবে। এ প্রক্রিয়ায় কারও পক্ষে শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব না যে প্রশ্নপত্র ফাঁস হবে না। তবে ফাঁস রোধে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন নেওয়া হয়েছে। ট্রেজারি থেকে একেক কেন্দ্রের দূরত্ব একেক রকম হওয়ায় বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা কেন্দ্রে প্রশ্ন পৌঁছানোর জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণের পরামর্শ দেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে নিজেরা যাতে না জড়ান সে বিষয়ে অভিভাবকদের সচেতন করতে প্রচারণার পরামর্শ দেন আরেক পুলিশ কর্মকর্তা। এছাড়া মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে কোনো নম্বরে সন্দেহজনক লেনদেন হচ্ছে কি না তা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সরকারকে না জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সবার মতামত নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের পরামর্শ গ্রহণ করলাম, পরে তা কাজে লাগাব। প্রশ্ন ছাপানো ও বিতরণে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে মন্ত্রী বলেন, বোর্ডের চেয়ারম্যান ও সচিবও প্রশ্ন দেখতে পারেন না। প্রযুক্তির যুগে শতভাগ নিরাপদ একটি ব্যবস্থা করা কঠিন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অপরাধ করার জন্য ভালো জ্ঞানও খারাপ কাজে লাগানো যায়। তিনি বলেন, বরাবরের মতই পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। কেউ মোবাইল নিয়ে প্রবেশ করলে আইনের আওতায় পড়বেন। কত সেট প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে আগে সরকারের পক্ষ থেকে তা জানানো হলেও এবার থেকে সে তথ্য গোপন রাখা হবে। নাহিদ বলেন, এটা নিশ্চিত থাকেন, অনেক সেট প্রশ্ন হবে, তবে কত সেট প্রশ্ন হবে সেটা কেউ জানতে পারবে না। আমরা আগে বলতাম, এখন বলব না, এটা আমাদের কৌশলগত ব্যাপার। পরীক্ষাকক্ষে ৩০ মিনিট আগে ঢোকার বাধ্যবাধকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তিসঙ্গত কারণে কেউ দেরি করলে তার নাম রেজিস্ট্রারে লিখে ওই দিনই তা বোর্ডকে জানাতে হবে। পরের দিনও ওই শিক্ষার্থী দেরি করেছে কি না বোর্ড তা দেখবে। সন্দেহ হলে বোর্ড সিদ্ধান্ত দেবে, ওই শিক্ষার্থী আর পরীক্ষা দিতে পারবে না। এসএসসিতে পরীক্ষার দিন সকালে এমসিকিউ অংশের কিছু প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে সচিব সোহরাব দাবি করেন, রচনামূলক প্রশ্নের ৭০ নম্বরের প্রশ্ন ফাঁস হয়নি। যখন এমসিকিউ প্রশ্ন আউট হয় তখন অধিকাংশ পরীক্ষার্থী হলে ছিল। গড়ে সাড়ে ৭ নম্বরের প্রশ্ন (গত এসএসসিতে) আউট হয়েছে, এতে খুব কম সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে। পাঁচ হাজারের মত পরীক্ষার্থী প্রভাবিত হয়েছে, এদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। এসময় সভায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ