পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বিশ্বের অন্যতম পাওয়ার টুলস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিটাসি ককি লিমিটেড বাংলাদেশের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মাধ্যমে তাদের উৎপাদিত মেশিনারিজ পণ্য বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হিটাসি ককি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোমোআকি মোরো, নির্বাহী পরিচালক দত্তত্রায়া জোসি, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী কামাল উদ্দিন ও স্ট্রাটেজি ম্যানেজার কাজী নূরে ফেরদৌস। জানানো হয়, গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি সঠিক মূল্যে ক্রেতাদের কাছে হিটাসি টুলসের উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরাসরি বাংলাদেশে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজী নূরে ফেরদৌস বলেন, নকল পণ্য ব্যবহারকে নিরুৎসাহিত করতে সরাসরি জাপানের হিটাসি ককি লিমিটেড থেকে বাংলাদেশের বাজারে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে একদিকে যেমন ক্রেতারা সঠিক পণ্যেও নিশ্চয়তা পাচ্ছেন ঠিক তেমনি রাজস্ব পাচ্ছে সরকার। পরে হিটাসি ককি লিমিটেডের উৎপাদিত পাওয়ার টুলসের মোড়ক উন্মোচন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।